খুলনা জেলা ডিবির অভিযানে ফুলতলা থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র (একনালা) পাইপগান উদ্ধার। humayun humayun kabir প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ প্রেস রিলিজ খুলনা জেলা ডিবির অভিযানে ফুলতলা থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র (একনালা) পাইপগান উদ্ধার। মাননীয় পুলিশ সুপার, খুলনা মহোদয়ের দিক নির্দেশনায় খুলনা জেলা গোয়েন্দা, শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৮/০৯/২০২০ খ্রিঃ তারিখ ফুলতলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, খুলনা জেলার ফুলতলা থানাধীন ফুলতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেটের দক্ষিন পার্শ্বে (যশোর টু খুলনা মহাসড়কের) স্কুলের প্রাচীরের পার্শ্বে অস্ত্র আছে। উক্ত সংবাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় পথচারী ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেটের দক্ষিন পার্শ্বে (যশোর টু খুলনা মহাসড়কের) স্কুলের প্রাচীরের পার্শ্বে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা প্লাষ্টিকের ব্যাগে রক্ষিত একটি ছাই রংয়ের আগ্নেয়াস্ত্র একনালা পাইপগান পরিত্যক্ত অবস্থায় পেয়ে সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ২৮/০৯/২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় নিজেদের কাছে থাকা টর্চ লাইটের আলো ও বৈদ্যুতিক আলোয় জব্দ তালিকা প্রস্তুত করেন। জব্দতালিকায় স্বাক্ষর নিয়ে জব্দকৃত অস্ত্রটি হেফাজতে গ্রহন করে অস্ত্রের মালিকের সন্ধান করেন। অস্ত্রের প্রকৃত মালিক না পাওয়ায় জব্দতালিকা ও উদ্ধারকৃত অস্ত্র নিয়া ডিবি অফিসে আসিয়া হাজির হন। পার্শ্ববর্তী থানা এলাকায় বেতার বার্তা প্রেরণ করেন। অস্ত্রের মালিকের সন্ধান ও বৈধ কাগজপত্র না পাইলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। বিষয়টি জেলা গোয়েন্দা শাখা, খুলনার সাধারণ ডায়েরীভুক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হইবে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে। Share this:TwitterFacebookLike this:Like Loading... SHARES জেলা/উপজেলা বিষয়: